মৃত ইউক্রেনীয় সেনাদের অঙ্গ চুরি করে বেচে দিচ্ছে রাশিয়া: বিস্ফোরক অভিযোগ
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইউক্রেনের এক যুদ্ধবন্দীর স্ত্রী বিস্ফোরক অভিযোগ করেছেন। তার দাবি, রাশিয়া মৃত বন্দীদের অঙ্গ চুরি করে বিক্রি করছে। ডেইলি মেইল এই খবর সামনে এনেছে। ইউক্রেনীয় বন্দীর স্ত্রী এবং মারিউপোল প্রচারাভিযান গ্রুপের ফ্রিডম টু ডিফেন্ডারের প্রধান লারিসা সালিয়েভা বলেছেন: ‘এটা ইতিমধ্যেই প্রমাণিত, আমরা দেহ বিনিময়ের সময় নির্যাতনের শিকার বন্দীদের মৃতদেহ পেয়েছি। তাদের দেহ শুধু ক্ষতে ভরা তাই-ই নয়, দেখা যাচ্ছে অঙ্গও সরিয়ে নেয়া হয়েছে।’
লারিসার অভিযোগ মৃত সেনাকর্মীর দেহে গুরুত্বপূ্র্ণ অঙ্গ নেই! লারিসা আঙ্কারায় যুদ্ধবন্দীদের পরিবারের প্রতিনিধি এবং তুরস্কে ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসিল বোডনারের মধ্যে অনুষ্ঠিত একটি বৈঠকে বক্তৃতাকালে এই অভযোগ তোলেন। লারিসার আবেদন ‘রাশিয়ান ফেডারেশনে অঙ্গ প্রতিস্থাপনের কালো বাজার সক্রিয়। আমি বিশ্বাস করি যে এই অপরাধ বন্ধ করার জন্য সমগ্র বিশ্বকে এগিয়ে আসতে হবে।’
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ানের কাছে তার আর্জি, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধবন্দি সেনাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে যেন এক স্বাধীন মেডিক্যাল কমিশন গঠন করা হয়। এক ইউক্রেনীয় সেনার মা বলেছেন, ‘আমাদের ছেলেরা যে অবস্থায় ফিরে আসে তাদের স্বাস্থ্যের অবস্থা বর্ণনাতীত: তারা শীর্ণকায়, তাদের চিকিৎসা সহায়তার প্রয়োজন। প্রতিবারই বন্দিদশায় তাদের স্বাস্থ্যের অবনতি হয়।’ এদিকে সব অভিযোগই উড়িয়ে দিয়েছে রাশিয়া। তাদের দাবি, রুশ সেনার বদনাম করতেই এই ধরনের দাবি করা হচ্ছে।
ইউক্রেনের নাগরিকরা ঘৃণা ছড়াতে চাইছেন। জুলাই মাসে, রাশিয়া এবং ইউক্রেন সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় আলোচনার পর গত সাত সপ্তাহে সর্বমোট ১৯০ জন বন্দী বিনিময় করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ৯৫ ইউক্রেনীয়কে মুক্তি দেয়া হয়েছে তারা সবাই সামরিক বাহিনীর ছিল এবং সংযুক্ত আরব আমিরাতকে তার সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।
অন্যদিকে টেলিগ্রামে এক পাল্টা বিবৃতিতে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে ফিরে আসা সৈন্যদের মেডিকেল পরীক্ষা এবং শারীরিক ও মানসিক পুনর্বাসন করা হবে। মস্কো বলেছে যে মুক্তি পাওয়া সেনারা ইউক্রেনের বন্দিদশায় ‘মরণ বিপদের’ সম্মুখীন হয়েছে। সূত্র : wionews