মাত্র ১১৯৯ টাকায় লঞ্চ হল Noise Buds VS601, ফুল চার্জে চলবে ৫০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: জনপ্রিয় অডিও ব্র্যান্ড Noise তাদের নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাডস Noise Buds VS601 লঞ্চ করল। এই ইয়ারবাডে পাওয়া যাবে আধুনিক প্রযুক্তি, দুর্দান্ত পারফরম্যান্স এবং আকর্ষণীয় ডিজাইন। আর এর দামও রাখা হয়েছে অনেক কম। ফিচার হিসেবে এতে পাওয়া যাবে ফাস্ট চার্জিং সাপোর্ট, ১০ এমএম ড্রাইভার ও এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন ফিচার। Noise Buds VS601 এর দাম ও ফিচার জেনে নেওয়া যাক।
Noise Buds VS601 এর দাম
Noise Buds VS601 ইয়ারবাডের দাম রাখা হয়েছে ১,১৯৯ টাকা। এটি পাঁচটি রঙে এসেছে – গ্রাফাইট ব্ল্যাক, কোবাল্ট ব্লু, কপার ব্রাউন, এমারেল্ড গ্রিন ও সিলভার গ্রে। এটি Amazon ও gonoise.com থেকে পাওয়া যাচ্ছে।
Noise Buds VS601 এর ফিচার
Noise Buds VS601 ইয়ারবাডে পাওয়া যাবে চারটি মাইক্রোফোনসহ এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ENC) প্রযুক্তি, যা আশপাশের শব্দ কমিয়ে কল শুনতে সাহায্য করবে। ফুল চার্জে ইয়ারবাডটি কেস সহ ৫০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে।
সাউন্ডের জন্য এই ইয়ারবাডে ১০ এমএম ড্রাইভার উপস্থিত। এই ডিভাইসে SonicBlend নামের একটি উন্নত সাউন্ড টেকনোলজি রয়েছে। এটি ডুয়েল ডিভাইস পেয়ারিং ফিচার সহ এসেছে, ফলে একে একসঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যাবে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ব্লুটুথ ৫.৩ এবং HyperSync প্রযুক্তি। মাত্র ১০ মিনিটের চার্জে এটি ১৫০ মিনিট প্লেব্যাক টাইম দেবে।
Noise Buds VS601 এর চার্জিং কেসে রয়েছে ট্রান্সপ্যারেন্ট ঢাকনা এবং পুরো সেটের উপর রয়েছে মেটালিক ফিনিশ। জল, ধুলো ও ঘাম থেকে সুরক্ষার জন্য এই ইয়ারবাডে IPX5 রেটিং আছে।