ভয়াবহ হত্যাকাণ্ড কানাডায়: তিন শিশুসহ নিহত পাঁচ

মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ ট্যানক্রেড স্ট্রিট পাশাপাশি দুটি বাড়িতে গুলি চলেছে।

ভয়াবহ হত্যাকাণ্ড কানাডায়: তিন শিশুসহ নিহত পাঁচ

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: অন্তরঙ্গ সম্পর্কের সংঘাতের জেরে কানাডার বুকে ঘটে গেলো এক ভয়াবহ হত্যাকাণ্ড। এক বন্দুকবাজের এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হয়েছে তিন শিশুসহ পাঁচজনের। এই ঘটনার জয়া উত্তর অন্টারিও  শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের সীমান্তবর্তী  গ্রেট লেকের মোড়ের কাছে, সল্ট স্টেতে পুলিশ নিহতদের সন্ধান পায় । মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ ট্যানক্রেড স্ট্রিট পাশাপাশি দুটি বাড়িতে গুলি চলেছে। তাতেই মৃত্যু হয়েছে ৬, ৭ , ১২ বছরের তিন শিশু এবং ৪১ বছরের একজনের। ওই এলাকা থেকে পুলিশের কাছে প্রথম ফোনটি আসে রাত ১০টা বেজে ২০মিনিট নাগাদ। ঘটনাস্থলে গিয়ে তিন শিশু এবং ৪১ বছরের ব্যক্তির দেহ উদ্ধার করেন স্থানীয় পুলিশকর্মীরা। পাশের একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৪৪ বছরের একজনের দেহ। তিনিও একইভাবে গুলিবিদ্ধ হলেও আত্মঘাতী বলেই জানিয়েছে পুলিশ। 

একটি বিবৃতিতে, সল্ট পুলিশ প্রধান হিউ স্টিভেনসন বলেছেন যে, ঘটনাগুলি একটি অপরটির সাথে সংযুক্ত এবং  হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন রয়েছে বলে মনে করা হচ্ছে। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জেরেই হত্যাকাণ্ড চালায় দুষ্কৃতী। শেষে নিজে আত্মঘাতী হয়। বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

মেয়র ম্যাথিউ শুমেকার এক্স-এ বলেছেন, এটি একটি অবর্ণনীয়  ট্র্যাজেডি। সরকারী তথ্য অনুসারে, কানাডায় বন্দুকের অপরাধ ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে  হ্রাস পেয়েছিলো  যা "সমস্ত সহিংস অপরাধের একটি ছোট অনুপাত" এর জন্য দায়ী। কিন্তু এক দশক আগে  থেকে শুটিং এর ঘটনা বেড়েছে।