ভালুকায় শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ
ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া এলাকার ওরিয়ন নিট টেক্সটাইল মিলের শ্রমিকরা বিক্ষোভ করেন
প্রথম নিউজ, ভালুকা, ময়মনসিংহ: বকেয়া বেতন,হাজিরা বোনাসের দাবী,বিনা নোটিশে ২৬জন শ্রমিক ছাঁটাই, মারধোরের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন ও কর্মবিরতি পালন করেছে ময়মনসিংহের ভালুকার জামিরদিয়া এলাকার ওরিয়ন নিট টেক্সটাইল মিলের শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার মিল গেটে উপস্থিত হয়ে কয়েক শতাধিক শ্রমিক বিক্ষোভ শুরু করলে খবর পেয়ে শিল্প পুলিশ ও ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পরে উভয় পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি শান্ত করে পুলিশ।
ময়মনসিংহ শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার মিজানুর রহমান জানান,কোন অনাকাংখিত ঘটনা ঘটেনি। মিলের ডাইং ও ফিনিসিং সেকশানের কার্যক্রম চলমান রয়েছে। মিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে গনমাধ্যমে কথা বলতে রাজি হননি মিল কোন কর্মকর্তা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: