ভারতে রিজার্ভ ২০ মাসের মধ্যে সর্বনিম্ন
১৫ জুলাই শেষ হওয়া সপ্তাহে এ পরিমাণ দাঁড়িয়েছে ৫৭২.৭ বিলিয়ন ডলারে, যা আগে ছিল ৭.৫ বিলিয়ন ডলার।
প্রথম নিউজ, ডেস্ক: ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ২০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ১৫ জুলাই শেষ হওয়া সপ্তাহে এ পরিমাণ দাঁড়িয়েছে ৫৭২.৭ বিলিয়ন ডলারে, যা আগে ছিল ৭.৫ বিলিয়ন ডলার। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) প্রদর্শিত এক তথ্যে এ কথা জানা গেছে। এর আগে সর্বনিম্ন পরিমাণ ছিল ২০২০ সালের ৬ নভেম্বর। তখন ছিল ৫৬৮ বিলিয়ন ডলার। প্রদর্শিত তথ্য অনুযায়ী, বর্তমান এ পতনের কারণ বৈদেশিক মুদ্রার পরিমাণ ৬.৫ বিলিয়ন ডলার কমে যাওয়া। এর আগে ২০২১ সালের ৩ সেপ্টেম্বর ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৬৪২ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।
রিজার্ভ ২০২২ সালে প্রায় ৬০ বিলিয়ন ডলার কমেছে। এটা প্রধানত বৈদেশিক মুদ্রার বাজারে তীব্র অস্থিরতা রোধে কেন্দ্রীয় ব্যাংকের কঠিন হস্তক্ষেপের কারণে হয়েছিল। ফেব্রুয়ারির শেষ দিকে ইউরোপে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারতীয় রুপি চাপে পড়ে। ২০২২ সালে ডলারের বিপরীতে ভারতীয় রুপি প্রায় ৭ শতাংশ অবমূল্যায়ন হয়েছে। তবে বর্তমান রিজার্ভকে ‘পর্যাপ্ত’ বলছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। শুক্রবার তিনি বলেন, ভারতের কাছে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে এবং কেন্দ্রীয় ব্যাংক বাজারে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করবে। আরবিআইয়ের জুলাই বুলেটিন অনুসারে, গত ৮ জুলাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৫৮০.৩ বিলিয়ন ডলার। যা দ্বারা ২০২২-২৩ অর্থবছরের সাড়ে ৯ মাসের আমদানি ব্যয় নির্বাহ সম্ভব। সূত্র : বিজনেস স্ট্যান্ডার্ড
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews