ভোট দিয়ে ডিএমপি কমিশনার বললেন, সুষ্ঠু ভোট হচ্ছে

ভোট দিয়ে ডিএমপি কমিশনার বললেন, সুষ্ঠু ভোট হচ্ছে

প্রথম নিউজ, ঢাকা: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, সুষ্ঠু ভোট হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।

সোমবার (১৭ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে ভোট দিয়ে ডিএমপি কমিশনার এ কথা বলেন। এ সময় তার স্ত্রী সঙ্গে ছিলেন।


ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, আমরা দুইজন এখানে ভোট দিয়েছি। আমি মনে করি ভোট দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। আমার জানা মতে ভোটকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত পরিবেশ সুষ্ঠু ও  স্বাভাবিক রয়েছে।

এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন এক প্রার্থী, এ বিষয়ে প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার বলেন, ভোট কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার কথা আমাদের কানে আসেনি। আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি সেখানে দেখেছি ৬-৭ জন প্রার্থীর মধ্যে মাত্র দুইজনের এজেন্ট আছে। অনেকে এজেন্ট দিতে পারেননি বা দেননি, এটা আলাদা কথা। তবে আমাদের কানে এমন কোনো কথা আসেনি যে এজেন্টদেরকে বের করে দেওয়া। তবে এ বিষয়ে সংশ্লিষ্টরাসহ যদি প্রিজাইডিং অফিসাররা আমাদের জানায় তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।