ভোটকেন্দ্রে যেতে মসজিদের মাইকে আহ্বান

অধিকাংশ ভোটকেন্দ্রে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একশ ভোটও পড়েনি।

ভোটকেন্দ্রে যেতে মসজিদের মাইকে আহ্বান

প্রথম নিউজ, চট্টগ্রাম: বেলা বাড়লেও চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের উপনির্বাচনে বাড়ছে না ভোটার সংখ্যা। অধিকাংশ ভোটকেন্দ্রে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত একশ ভোটও পড়েনি। এমন অবস্থায় নগরীর বিভিন্ন মসজিদের মাইকে ভোট কেন্দ্রে যেতে ভোটারদের আহ্বান করা হয়েছে। 

নুরুল আজম নামে বাদুরতলা এলাকার বাসিন্দা বলেন, ‘সকাল থেকে বাদুরতলাসহ আশপাশের ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম। এ কারণে সকাল সাড়ে ১০টা এবং দুপুর ১২টায় নগরীর বাদুরতলা এলাকার জঙ্গি শাহ মাজার মসজিদের মাইক থেকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে।’

এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ কাট্টলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, এ স্কুলের দুই ভবনে দুটি মহিলা কেন্দ্র। এর মধ্যে একটির কেন্দ্র নম্বর ৪৬ অপরটি ৪৭ নম্বর। দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত ৪৭ নম্বর কেন্দ্রের ছয়টি বুথে সংগ্রহ হয়েছে ৯৯ ভোট। এক নম্বর বুথে ভোট পড়েছে ৩২টি, দুই নম্বর বুথে ৩৪টি, তিন নম্বর বুথে মাত্র একটি, চার নম্বর বুথে চারটি, পাঁচ নম্বর বুথে ১১টি এবং ছয় নম্বর বুথে ১৭টি করে ভোট পড়েছে। 

এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা রাফিউজ্জামান বলেন, ‘৪৭ নম্বর কেন্দ্রে দুই হাজার ৩৮৬ জন ভোটার আছে। ভোট পড়েছে ৯৫টি। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়বে। 
এ স্কুলের পাশের ভবনে থাকা ৪৭ নম্বর কেন্দ্রটিতে গিয়ে দেখা গেছে, দুপুর সাড়ে ১২টায় এ কেন্দ্রটিতে ৯৪টি ভোট পড়েছে। এর মধ্যে এক নম্বর বুথে ভোট পড়েছে ১২টি, দুই নম্বর বুথে ৩১টি, তিন নম্বর বুথে ৩০টি, চার নম্বর বুথে চারটি, পাঁচ নম্বর বুথে দুইটি, ছয় নম্বর বুথে তিনটি এবং সাত নম্বর বুথ ১২টি করে ভোট পড়েছে।

এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মঞ্জুর মোরশেদ বলেন, ‘এ কেন্দ্রে ভোটার আছে দুই হাজার ৪৬৫ জন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৯৪টি ভোট পড়েছে। অতিরিক্ত ইভিএম আছে। বড় ধরনের কোনও ত্রুটি এখনও ধরা পড়েনি। এদিকে কেন্দ্রে ভোটার আনার জন্য আওয়ামী লীগ প্রার্থীর পক্ষ থেকে বিভিন্ন যানবাহন দেওয়া হয়েছে। যেগুলো এলাকা থেকে ভোটারদের কেন্দ্রে আনা নেওয়া করছে। তবে কিছু কিছু কেন্দ্রের সামনে প্রার্থীর সমর্থকদের জটলা দেখা গেছে। 

রবিবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে ১৫৬টি ভোট কেন্দ্রের এক হাজার ২৬১টি বুথে ইভিএমের মাধ্যমে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোট কেন্দ্রগুলো এক হাজার ৪০৭টি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। 

নির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম ভুঁইয়া, জাতীয় পার্টির প্রার্থী মো. শামসুল আলম, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত ও গণমুক্তি জোটের রশিদ মিয়া নির্বাচন করছেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৪৮ হাজার ৯৩৮ এবং নারী দুই লাখ ৩৯ হাজার ৬৭৭ জন। এ ছাড়া এ আসনে ২৩ জন ভোটার আছেন তৃতীয় লিঙ্গের।