ভূঞাপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

মঙ্গলবার রাত ৮টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর পৌরসভার ফসলান্দি মোড়ের কলেজগেট নামক স্থানে এ ঘটনা ঘটে।

ভূঞাপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম নিউজ, ভূঞাপুর, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী যুবলীগ নেতা আক্তারুজ্জামান সেলিমকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার শিকার আক্তারুজ্জামান সেলিম উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। আহত দুজনের মধ্যে একজন হলেন— ভূঞাপুর পৌরসভার ঘাটান্দি এলাকার আলতাফ হোসেনের ছেলে রতন তালুকদার। অপরজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।  মঙ্গলবার রাত ৮টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর পৌরসভার ফসলান্দি মোড়ের কলেজগেট নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার বিকালে রেললাইন ক্রসিংয়ের পাশে ভূঞাপুর লিংক রোড বাইপাস সড়ক উদ্বোধন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান থেকে রাতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম ফেরার পথে হামলার শিকার হন।

এ ঘটনায় ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম হামলায় আহত হয়েছেন। কারা এ ঘটনাটি ঘটিয়েছে তাৎক্ষণিক তা জানা যায়নি।