বাসা ভাড়া নেওয়ার কয়েকঘণ্টার মধ্যে ঘরে পড়ে রইলো স্বামীর লাশ, স্ত্রী পলাতক

বাসা ভাড়া নেওয়ার কয়েকঘণ্টার মধ্যে ঘরে পড়ে রইলো স্বামীর লাশ, স্ত্রী পলাতক

প্রথম নিউজ, নওগাঁ : নওগাঁয় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার কয়েকঘণ্টা পরই স্বামীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পরিচয়ে ওঠা নারী পলাতক রয়েছেন।

বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের বউবাজার এলাকার জুলেখা আক্তারের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই ব্যক্তির নাম মিলন হোসেন (৩০)। তিনি শহরের কোমাইগাড়ি এলাকার আব্দুল মালেকের ছেলে।

স্থানীয় বাসিন্দা রুমা আক্তার বলেন, বুধবার দুপুরেই স্বামী-স্ত্রী পরিচয়ে আমার বড় বোন জুলেখা আক্তারের বাসা ভাড়া নেন তারা। দুপুর থেকে তারা স্বামী-স্ত্রী বাসা পরিষ্কার করছিলেন। সন্ধ্যার পর থেকে বাসায় তালা দেখতে পান স্থানীয়রা। পরে রাত ১০টার দিকে জানালা দিয়ে মিলনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল এসে উদ্ধার করে।

নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক থাকায় তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।