বিশ্বকাপ বাছাইপর্ব দিয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন জাহানারা

বিশ্বকাপ বাছাইপর্ব দিয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন জাহানারা
বিশ্বকাপ বাছাইপর্ব দিয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন জাহানারা

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক : মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেসার জাহানারা আলম। সর্বশেষ কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে ছিলেন না তিনি। আগের মতোই দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা। মালয়েশিয়ায় হয়ে যাওয়া কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের দল থেকে বাদ পড়েছেন ফারিহা ইসলাম ও সুরাইয়া আজমিন। বাছাইপর্ব পেরোতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ মেয়েদের দল। ওই টুর্নামেন্টের পর আর আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলেনি বাংলাদেশ। দলে নতুন ডাক পেয়েছেন অলরাউন্ডার মারুফা আক্তার। সংযুক্ত আরব আমিরাতে ১৮ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। বাংলাদেশসহ এতে অংশ নেবে আটটি দল। ফাইনালে ওঠা দুটি দল সুযোগ পাবে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া বিশ্বকাপে।

টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে আছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। অন্য গ্রুপে আছে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত। বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ আসরে থাইল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। থাইল্যান্ডের সঙ্গে এবার সরাসরি বাছাইপর্ব খেলার সুযোগ পেয়েছে নিগার সুলতানার দল। বাকি দলগুলো এসেছে আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে বরাবরই ফেবারিট হিসেবে যায় বাংলাদেশ। যদিও মূল টুর্নামেন্টে সর্বশেষ তিন আসরে জয়হীন তারা।

বাংলাদেশ দল

নিগার সুলতানা (অধিনায়ক), শারমিন আক্তার, শামীমা সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুম, সানজিদা আক্তার, মারুফা আক্তার।

বিপক্ষ আয়ারল্যান্ড, ১৮ সেপ্টেম্বর, আবুধাবি
বিপক্ষ স্কটল্যান্ড, ১৯ সেপ্টেম্বর, আবুধাবি
বিপক্ষ যুক্তরাষ্ট্র, ২১ সেপ্টেম্বর, আবুধাবি

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom