বিলে গরু বাঁধতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেলো যুবকের

পটুয়াখালীর মহিপুরে বজ্রাঘাতে মো. হাসান মোড়ল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে

বিলে গরু বাঁধতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেলো যুবকের

প্রথম নিউজ, পটুয়াখালী : পটুয়াখালীর মহিপুরে বজ্রাঘাতে মো. হাসান মোড়ল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) দুপুর ১২টার দিকে ডালবুগঞ্জ ইউনিয়নের ফুলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হাসান ওই গ্রামের শাহজাহান মোড়লের ছেলে। 

স্থানীয়রা জানান, বাড়ির পাশেই কৃষি কাজ করছিলেন হাসান। দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে কাজ বন্ধ করে গরু বাঁধতে বিলে যান তিনি। এরই এক পর্যায়ে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 


এ বিষয়ে মহিপুর থানার ওসি খোন্দকার আবুল খায়ের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।