বেলারুশের প্রেসিডেন্ট মস্কোর হাসপাতালে, অবস্থা সংকটাপন্ন

বেলারুশের প্রেসিডেন্ট মস্কোর হাসপাতালে, অবস্থা সংকটাপন্ন

প্রথম নিউজ, ডেস্ক : হাসপাতালে ভর্তি বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর অসুস্থ বোধ করলে মস্কোর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বেলারুশের বিরোধী নেতা ভ্যালেরি সেপকালো শনিবার দাবি করেছেন, ‘৬৮ বছর বয়সী লুকাশেঙ্কোর শারীরিক অবস্থা খুব একটা ভলো নয়। পুতিনের সঙ্গে বৈঠকের পরপরই তাকে ‘জরুরিভিত্তিতে’ হাসপাতালে ভর্তি করা হয়।’ রবিবার (২৮ মে) এক প্রতিবেদনে জানিয়েছে নিউজউইক।

২০২০ সালে বেলারুশের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন ভ্যালেরি সেপকালো। ভ্যালেরি টুইটারে লিখেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর লুকাশেঙ্কোকে জরুরি অবস্থায় মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে, তিনি সেখানে চিকিৎসাধীন।’


চলতি মাসের (১৪ মে) লুকাশেঙ্কোকে রাজধানীর মিনস্কে একটি অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন না। তখন থেকে প্রবীণ এই নেতা গুরুতর অসুস্থ বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।


ভ্যালেরির দাবি, লুকাশেঙ্কোকে বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয়ে থাকতে পারে। ঠিক কী হয়েছে প্রেসিডেন্টের, তা নিয়ে মুখ খুলতে নারাজ বেলারুশ প্রশাসন। এ বিষয়ে এই বিরোধী নেতার সঙ্গে ফেসবুকে এবং দেশটির সরকারের সঙ্গে ই-মেইলে যোগযোগের চেষ্টা করছে সংবাদমাধ্যম নিউজউইক। 

৬৮ বছর বয়সী লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে বেলারুশের ক্ষমতায় রয়েছেন। তিনি বিরোধীদের কঠোর হাতে দমন করেছেন। দেশটির আদালত ভিন্নমতালম্বী সংবাদমাধ্যম বন্ধ করেছে, বিরোধীদের দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিয়েছে। অনেক অ্যাক্টিভিস্ট দেশ ছেড়ে পালিয়েছেন।