বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের  বিভিন্ন ফটকে তালা ঝুলিয়েছে ছাত্রদল

আজ সোমবার (৬ নভেম্বর) সকালে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের  বিভিন্ন ফটকে তালা ঝুলিয়েছে ছাত্রদল

প্রথম নিউজ, ঢাকা: বিএনপির চলমান অবরোধের সমর্থনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ বিভিন্ন ফ্যাকাল্টির ফটকে তালা ও অবরোধ ব্যানার ঝুলিয়ে দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার (৬ নভেম্বর) সকালে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। 

সরেজমিনে দেখা যায়, বাকৃবির প্রশাসনিক ভবন, পশুপালন অনুষদ, কৃষি অনুষদ, গ্রামীন সমাজবিজ্ঞান অনুষদ সহ অন্যান্য অনুষদের গেইটে ঝুলছে ছাত্রদলের তালা, পাশাপাশি অবরোধের ব্যানার। 
তবে আবাসিক ভবনগুলোতে তালা বা অবরোধ ব্যানার লাগানোর তথ্য পাওয়া যায়নি। অবরোধের সমর্থনে ব্যানারে লেখা রয়েছে, ‘এক দফা দাবিতে সর্বাত্মক অবরোধ। রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত!’

এ বিষয়ে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান বলেন,’বাংলাদেশের সকল শিক্ষার্থীরাই চলমান এক দফা আন্দোলন সমর্থন করেছে এবং সচেতন শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে আমাদের সাথে থাকবে বলে আমরা বিশ্বাস করি।
ঢাকায় পুলিশ ও আওয়ামী লীগের বর্বর হামলার প্রতিবাদে সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধ ব্যানার ঝুলানো হয়েছে। আমাদের আন্দোলন চলছে, সামনে চলবে। এছাড়া আহ্বায়ক বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সকল ক্লাস পরীক্ষা বন্ধ ও জনসমর্থনে কাজ করার দাবি জানান।