বর ‘নিখোঁজ’, বিয়ে দিলো পুলিশ
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান রাশেদ এসব তথ্য নিশ্চিত করেন।
প্রথম নিউজ, ময়মনসিংহ: বর ও কনের প্রেমের সম্পর্ক ৫ বছরের। বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্কের ঘটনাও ঘটেছে। এই ঘটনা জানার পর দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিনক্ষণ ঠিক হয়। কিন্তু বিয়ের আগে ‘নিখোঁজ’ হন বর। এই ঘটনায় কনে ক্ষিপ্ত হয়ে বরের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করেন। পরে পুলিশ দুই পক্ষকে এক করে বিয়ের ব্যবস্থা করে। এতে প্রশংসায় ভাসছে পুলিশ।
সোমবার (১৩ জুন) দিবাগত মধ্যরাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এ ঘটনা ঘটে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান রাশেদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, উপজেলার জাহাঙ্গীপুর ইউনিয়নের রায়পাশা গ্রামের নজরুল ইসলামের ছেলে জুবায়ের আহমেদের (২৩) সঙ্গে ৫ বছরের প্রেমের সম্পর্ক ছিল কনের (২২)। বিষয়টি দুই পরিবারে জানাজানি হলে গত ১০ জুন বিয়ের দিনক্ষণ ঠিক হয়। এ উপলক্ষে কনেপক্ষ ৪০০ মানুষের খাওয়া দাওয়ার আয়োজন করে। কিন্তু ওই দিন দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও বর বিয়ে করতে আসেননি। পরে বরের মা কনের বাড়িতে খবর নিয়ে আসেন ছেলে নিখোঁজ। তাই বরপক্ষ আসতে পারেনি।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওইদিন রাতেই জুবায়েরকে প্রধান অভিযুক্ত করে নান্দাইল থানায় ধর্ষণের অভিযোগ করেন কনে। ওই অভিযোগে জুবায়ের ও মা-বাবাসহ আরও ৬ জনকে অভিযুক্ত করা হয়। ওসি রাশেদুজ্জামান আরও বলেন, অভিযোগের পরদিন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুই পক্ষকে একসঙ্গে বসিয়ে বিষয়টি মীমাংসা করে। সোমবার বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। পরে ওই দিন মধ্যরাতে পুলিশের সহায়তায় বিয়ে সম্পন্ন হয়।