ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকায় একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ওই তিন আরোহী।

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় আহত মোটরসাইকেল আরোহী এনামুল হকও (২৬) মারা গেছেন। শনিবার (০৫ মার্চ) দিবাগত রাত ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা তিনজনে দাঁড়াল। এনামুল ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, রাত সাড়ে ৭টার দিকে বিজয়নগর উপজেলা থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ফিরছিলেন নাজেল মাহমুদ খাঁ (২৪), নাজিম ভূইয়া (২৪) ও এনামুল। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকায় একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ওই তিন আরোহী।

সি আরও জানান, আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাজেল ও নাজিমকে মৃত ঘোষণা করেন। এনামুলকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়। পরে রাতে এনামুল মারা যায়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom