বার্সা-ইন্টার ম্যাচে ‘রিয়ালের প্রতি পক্ষপাতদুষ্ট’ রেফারি, ক্ষুব্ধ বার্সা শিবির

প্রথম নিউজ, অনলাইন: চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। প্রথম লেগে ৩-৩ গোলে ড্রয়ের পর ইন্টারের মাঠে ফিরতি লেগে জয়ের বিকল্প নেই বার্সার সামনে। এরই মধ্যে ম্যাচটি ঘিরে শুরু হয়ে গেছে বিতর্ক—ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা যে রেফারিকে নিয়োগ দিয়েছে, তিনি বার্সার পক্ষে ‘সন্দেহজনক’ বলেই মনে করছে কাতালান শিবির।
বার্সা-ইন্টারের এই গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারি হিসেবে নিয়োগ পেয়েছেন পোল্যান্ডের সিমন মার্সিনিয়াক।
যার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের প্রতি পক্ষপাতের অভিযোগ রয়েছে।
মার্সিনিয়াকের রেফারিং অতীত নিয়েই প্রশ্ন তুলছে কাতালান গণমাধ্যম। সম্প্রতি অ্যাতলেতিকো ও রিয়াল মাদ্রিদের ম্যাচে বিতর্কিত এক সিদ্ধান্তে আলোচনায় আসেন তিনি। পেনাল্টি শুটআউটে জুলিয়ান আলভারেজের গোল বাতিল করেন ‘ডাবল টাচ’ দেখিয়ে।
সুযোগ থাকলেও ভিএআর রিভিউ না করেই সিদ্ধান্ত দেন তিনি।
২০২৪ সালের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে বায়ার্নের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচেও এমন এক ঘটনায় সমালোচনার মুখে পড়েন মার্সিনিয়াক। ম্যাচের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে বায়ার্নের ডি লিট গোল একটি গোল করেন। ডি লিট গোল করার আগে সহকারী রেফারি বাঁশি বাজিয়ে দেন, ফলে ভিএআর-এ তা পর্যালোচনা করা সম্ভব হয়নি।