ভারতের পেট্রাপোলে শুল্ক দপ্তরের সার্ভার বিকল, বন্ধ রপ্তানি

ভারতের পেট্রাপোলে শুল্ক দপ্তরের সার্ভার বিকল, বন্ধ রপ্তানি

প্রথম নিউজ, অনলাইন:ভারতের শুল্ক দপ্তরের সার্ভার বিকল হয়ে পড়ায় পেট্রাপোল স্থলবন্দরে গত সাত দিন ধরে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ। ইন্টারনেট সংযোগ না থাকায় বাংলাদেশে পণ্য রপ্তানি-আমদানি কার্যত পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এই সংকটের দ্রুত সমাধানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের হস্তক্ষেপ চেয়ে ই-মেইল পাঠিয়েছে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

শুল্ক দপ্তরের সূত্রে জানা গিয়েছে, ২৮ এপ্রিল থেকে দপ্তরের নির্দিষ্ট সার্ভার বিকল হয়ে পড়ে।
ফলে বন্দর সংলগ্ন শুল্ক দফতরের যাবতীয় ইন্টারনেট নির্ভর কাজ বন্ধ হয়ে যায়। এখনও পর্যন্ত সেই সংযোগ ফেরানো সম্ভব হয়নি। কী কারণে এই সমস্যা, তাও স্পষ্ট নয় বলে জানানো হয়েছে।

বর্তমানে শুধুমাত্র পচনশীল পণ্যের ক্ষেত্রেই সীমিতভাবে রপ্তানি চালানো হচ্ছে, তাও বিকল্প পদ্ধতিতে ট্যাব ব্যবহার করে।
তবে অন্যান্য পণ্য রপ্তানি কার্যত স্তব্ধ।

অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন,  ‘সার্ভার কেন নষ্ট হয়েছে, তার কোনও স্পষ্ট উত্তর দিচ্ছেন না কর্তৃপক্ষ। এই সমস্যা চলতে থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
 ’

বন্দর সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ট্রাক দাঁড়িয়ে থাকলে পণ্যের মান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। পাশাপাশি ব্যবসায়ীদের ডিটেনশন চার্জ দিতে হয়। বাংলাদেশে ঠিক সময়ে পণ্য না পৌঁছলে আর্থিক লেনদেনেও সমস্যা দেখা দেয়। প্রতিদিনের বাণিজ্যিক লেনদেন বন্ধ থাকার কারণে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন আমদানি-রপ্তানিকারীরা।