বরিশালে তিনদিনে ৬৬ জেলেকে সাজা
এছাড়া ১৫ লাখ মিটারের বেশি অবৈধ জাল জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য ২ কোটি ৯০ লাখ টাকা।
প্রথম নিউজ, বরিশাল: মা ইলিশ রক্ষার অভিযানে তিনদিনে বরিশাল বিভাগে ৬৬ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ১৫ লাখ মিটারের বেশি অবৈধ জাল জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য ২ কোটি ৯০ লাখ টাকা।
সোমবার (১০ অক্টোবর) বিকাল ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দিন। তিনি জানান, ইলিশ ধরা নিষিদ্ধের এই মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকে এই বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে না।
বরিশাল মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, সোমবার বিকাল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী মা ইলিশ রক্ষায় বিভাগে মোট ১২০টি মোবাইল কোর্ট বসে। অভিযান পরিচালিত হয় ৪৬৩টি। এসব অভিযান থেকে ৭১৭ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া ৬৬টি মামলায় প্রায় ১ লাখ টাকা জরিমানা এবং ৬৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
বরিশাল বিভাগে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনাকালে ১৩৫টি অবতরণ কেন্দ্র, ৮১৭টি মাছঘাট, ১৫৪৮টি আড়ৎ, ৯৫২টি বাজার পরিদর্শন করা হয়।
উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী ৭ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews