‘বিরোধীরা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা দেশে আসবে’

‘বিরোধীরা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা দেশে আসবে’

প্রথম নিউজ, ঢাকা : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনমন্ত্রী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বর্জনকারীরা এখনো পিছু হটেনি। আজকে তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এ সরকার যেন থাকতে না পারে। বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে বিরোধীরা। তারা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা দেশে আসবে।


শনিবার (১৩ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিদের নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা ভিসা বিধি-নিষেধের কোনো পরোয়া করেন না।
 

এ সময় সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে চায়। কিন্তু বিরোধীরা রাজনীতিতে সহিংসতা ও সন্ত্রাসের উপাদান যুক্ত করলে যা করণীয় সবই করা হবে।