বিরতির পর প্রথম বলেই আউট সাকিব 

লাঞ্চ বিরতির পর নতুন উদ্যমে খেলার পরিকল্পনা নিয়েই হয়তো মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। তবে তা আর হলো না

বিরতির পর প্রথম বলেই আউট সাকিব 
বিরতির পর প্রথম বলেই আউট সাকিব -বিরতির পর প্রথম বলেই আউট সাকিব প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : লাঞ্চ বিরতির পর নতুন উদ্যমে খেলার পরিকল্পনা নিয়েই হয়তো মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। তবে তা আর হলো না। প্রথম বলেই ছিটকে গেলেন এই অলরাউন্ডার। 

উমেশ যাদবের বলে উড়াতে গিয়ে পূজারার হাতে ক্যাচ দেন তিনি। ৩৯ বলে ১৩ রানে ফিরেছেন সাকিব। তার বিদায়ে ভাঙল ৪৩ রানের জুটি।

৩৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৭ রানে ব্যাট করছে বাংলাদেশ। ৭ রানে আছেন মুশফিক ও ২৭ রানে মুমিনুল।
টস জিতে ব্যাট করতে নামে টাইগাররা। শান্ত-জাকির দেখেশুনেই খেলছিলেন। তবে প্রথম ঘণ্টায় উইকেট না হারানো স্বাগতিকরা মোমেন্টাম ধরে রাখতে পারেনি। দলীয় ৩৯ রানে উনাদকাটের বলে রাহুলের ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন জাকির হোসেন। 

আগের টেস্টের সেঞ্চুরিয়ান এবার ফিরেছেন মাত্র ১৫ রানে। চার বলের ব্যবধানে সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত (২৪)। সেখান থেকে প্রথম সেশনের বাকি সময় সাকিব আল হাসান-মুমিনুল হকের ব্যাটে পার করে স্বাগতিকরা।

 বাংলাদেশ একাদশ 
নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, লিটন দাশ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও তাসকিন আহমেদ।  

ভারত একাদশ
লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পাটেল, জয়দেব উনাদকাট, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।