বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাকচিড়া-লেমুয়া সড়কে এ ঘটনা ঘটে।

বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম নিউজ, বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলার লেমুয়া এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাকচিড়া-লেমুয়া সড়কে এ ঘটনা ঘটে। পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদার এ ঘটনা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার কাকচিড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাবুল হাওলাদারের ছেলে রাকিব (২৩), ৪ নম্বর ওয়ার্ডের নাসিরের ছেলে তানভীর (১৯) ও একই এলাকার শাকিব (২০)। জানা যায়, কাকচিড়া থেকে খাসতবক এলাকায় তিন যুবক মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় ওই সড়কে থামিয়ে রাখা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা ওই তিন যুবক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী কাকচিড়া বাজারে এলাহী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত্যু ঘোষণা করেন।