বান্দরবানে এক ব্যক্তিকে গুলি করে হত্যা
বান্দরবানের লামায় মংক্যচিং মারমা নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা
প্রথম নিউজ, বান্দরবান : বান্দরবানের লামায় মংক্যচিং মারমা নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তি মগ লিবারেশন পার্টির (এমএনপি) সদস্য বলে জানা গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ গেছে। নিহত মংক্যচিংয়ের (৩৫) বাড়ি রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায়। ওই ব্যক্তি অংহ্লা পাড়ায় তার শ্বশুর আথুই মং মারমার বাড়িতে সোমবার বেড়াতে যান। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী জানান, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিহত মংক্যচিং মার্মার শ্যালক অংসিং মার্মা জানান, তার বড় বোনের স্বামী মংক্যচিং মার্মা সোমবার সন্ধ্যায় সেখানে বেড়াতে আসেন। রাত সাড়ে ১২টায় ছয়জন অস্ত্রধারী সন্ত্রাসী বাড়ি ঘিরে ফেলে। তারা ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বোন জামাইকে গুলি করে। সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি করে ও কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, নিহত ব্যক্তি জনসংহতির সাথে জড়িত ছিল। অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ ঘটনা ঘটে থাকতে পারে বলেও অনেকে মনে করছেন।
উল্লেখ্য, বান্দরবানে দীর্ঘ দিন থেকে আধিপত্য বিস্তার লড়াইয়ে মগ লিবারেশন পার্টি ও জনসংহতি সমিতির মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলে আসছে। এই সংঘাতে গত পাঁচ বছরে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: