বেনজেমার হ্যাটট্রিকে রিয়ালের বিশাল জয়
আজ রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে আলমেরিয়াকে ৪-২ গোলে হারালো রিয়াল।
প্রথম নিউজ, খেলা ডেস্ক: আরও একবার রিয়াল মাদ্রিদের দুঃসময়ে জ্বলে উঠলেন করিম বেনজেমা। আলমেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে এক ম্যাচ পর লস ব্লাঙ্কোদের জয়ে ফেরালেন ফরাসি ফরোয়ার্ড। বেনজেমার আলো ছড়ানো ম্যাচে রিয়াল পেয়েছে বড় জয়। আজ রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে আলমেরিয়াকে ৪-২ গোলে হারালো রিয়াল। একই ব্যবধানে আগের ম্যাচে জিরোনার কাছে হেরেছিল কার্লো আনচেলত্তির দল। ঘরের মাঠে গোটা ম্যাচে আলমেরিয়ার ওপর আধিপত্য দেখায় রিয়াল মাদ্রিদ। ৬৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশে ১৫টি শট নেয়। যার মধ্যে ৮টি শট লক্ষ্যে থাকে। বিপরীতে মাত্র ৩১ শতাংশ বল দখলে রাখা আলমেরিয়া ৯টি শটের তিনটি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয়।
দাপুটে ফুটবলে ম্যাচের ৫ম মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনিসিউস জুনিয়রের পাসে গোলটি করেন করিম বেনজেমা। ১৭তম মিনিটে আরেক ব্রাজিলিয়ান রদ্রিগোর অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড। ৪২তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন বেনজেমা। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে একটি গোল শোধ করেন আলমেরিয়ার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লাজারো ভিনিসিউস। ব্রেকের পর ৪৭তম মিনিটে স্কোরলাইন ৪-১ করেন রিয়ালের রদ্রিগো। আর ৬১তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন আলমেরিয়ার আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস রবারটন।
৩২ ম্যাচে ২১ জয় ও ৬ হারে ৬৯ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের দুইয়ে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৬। অর্থাৎ, ৭ পয়েন্টে এগিয়ে ব্লাউগ্রানারা। রাতের অন্য ম্যাচে রিয়াল বেতিসের মোকাবিলা করবে জাভি হার্নান্দেজের দল। সেই ম্যাচে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে বার্সেলোনার।