বিদ্যুৎ উপকেন্দ্রের নিমার্ণাধীন ছাদ ধসে ৯ শ্রমিক আহত
প্রথম নিউজ, যশোর : যশোরে বিদ্যুৎ উপকেন্দ্রের নিমার্ণাধীন দ্বিতীয় তলার ছাদ ধসে পড়েছে। এতে গুরুতর আহত হয়েছেন ৯ শ্রমিক।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুর পৌনে ১২টার দিকে শহরতলী ধর্মতলা কারবালা এলাকায় এ ঘটনা ঘটে। ছাদ ঢালাইয়ের কাজ চলাকালে তা ধসে পড়ায় শ্রমিকরা গুরুতর আহত হন। তাদের যশোরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিকরা জানায়, বৃহস্পতিবার সকাল থেকে শহরতলী ধর্মতলা কারবালা এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্রে নিমার্ণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। বাঁশের কাঠামোর উপরে ছাদ ঢালাইয়ের কাজ চলায় ওই কাঠামো ভার ধরে রাখতে পারেনি। ফলে তা ভেঙে পড়ে। এসময় অন্তত ৯ শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের হাসপাতালে ভর্তি করে।
যশোর অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান বলেন, ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সাভিসের দুই ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে।