পূর্বশত্রুতার জেরে কব্জি কেটে নিলো প্রতিপক্ষ

পূর্বশত্রুতার জেরে কব্জি কেটে নিলো প্রতিপক্ষ

প্রথম নিউজ, রাজশাহী : রাজশাহীতে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তির কব্জি কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে নাগরীর খুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত আলতাব হোসেন (৪৫) খুলি পাড়া এলাকার মৃত বদর আলীর ছেলে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাদের মধ্যে পূর্বশত্রুতা ছিল। বৃহস্পতিবার তারই জেরে বাগবিতণ্ডার একপর্যায়ে আলতাবের হাতের কব্জি কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন।

পুলিশের এ কর্মকর্তা বলেন, এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার শংকর কে বিশ্বাস বলেন, আহত আলতাবের অবস্থা ভালো নয়। তার হাতের কব্জি নেওয়া হয়েছে। আমরা তাকে জরুরিভাবে অপারেশন থিয়েটারে পাঠিয়েছি। সেখানেই তার চিকিৎসা চলছে।