বিদ্যুতের খুঁটি থেকে পড়ে রেলওয়ের ইলেকট্রিশিয়ানের মৃত্যু
প্রথম নিউজ, রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলস্টেশনে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে নূরে আলম সিকদার (৫০) নামে রেলওয়েতে কর্মরত এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত নূরে আলম সিকদার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রায়পুর ম্যানেজার বাড়ি রোড এলাকার আনোয়ার হোসেন সিকদারের ছেলে।
রাজবাড়ী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, সকালে খানখানাপুর রেলওয়ে স্টেশনে মই দিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বাল্ব লাগানোর জন্য ওঠেন ইলেকট্রিশিয়ান নূরে আলম সিকদার। সে সময় হঠাৎই অসুস্থ হয়ে তিনি মইসহ নিচে স্টেশনের প্ল্যাটফর্মের ওপর ছিটকে পড়ে যান। সঙ্গে থাকা তার সহকর্মী পল্লব বিশ্বাস ও উৎপল কুমার সাহা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।