বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৩
আহতরা হলেন শাকিল (৩০), ইলিয়াস (৩১) ও রেজাউল (৩২)।
প্রথম নিউজ, ঢামেক প্রতিবেদক: রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকায় বিদ্যুতের কাজ করার সময় স্পৃষ্ট হয়ে জুয়েল ফকির (৩০) ও শহিদুল ইসলাম (৩৫) মারা গেছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। আহতরা হলেন শাকিল (৩০), ইলিয়াস (৩১) ও রেজাউল (৩২)।
সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক জুয়েল ফকির ও শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ দুটি হাসপাতাল মর্গের রাখা হয়েছে। আহত তিনজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি বাড্ডা থানাকে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বাড্ডা থানার বেরাইদ একশ ফিট এলাকায় বিদ্যুতের পিলারে কাজ করার সময় ১১ হাজার ভোল্টের তারে জড়িয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের ঢামেকে চিকিৎসা চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews