বিডিআর বিদ্রোহ : সরকার কাদের আড়াল করতে চায়, প্রশ্ন কিবরিয়ার
বিডিআর বিদ্রোহের ঘটনায় সীমিত তদন্তের মাধ্যমে সরকার কাদের আড়াল করতে চায়, সে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের চেয়ারম্যান রেজা কিবরিয়া
প্রথম নিউজ, ঢাকা : বিডিআর বিদ্রোহের ঘটনায় সীমিত তদন্তের মাধ্যমে সরকার কাদের আড়াল করতে চায়, সে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের চেয়ারম্যান রেজা কিবরিয়া।
তিনি বলেন, হত্যাকাণ্ডের পেছনে যারা ছিল, এমনকি যারা ঘটনাটি ঘটিয়েছে, তারা এখনও অনেকটাই দায়মুক্ত। কারণ তাদের বিচার হয়নি এবং ঠিক মতো তদন্ত হয়নি।
শনিবার সকাল সাড়ে ১০টায় বনানী সামরিক কবরস্থানে নিহত সেনা সদস্যের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রেজা কিবরিয়া বলেন, বিদ্রোহের ঘটনা এবং বিচার প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন আছে। এই ঘটনার পেছনে কারা ছিল সাধারণ মানুষ জানতে চায়। তারা এই ঘটনার একটি সুষ্ঠু তদন্ত চায়। তাদের আত্মার মাগফেরাত কামনা করে আমিও বলছি শহীদদের শান্তির জন্য একটি সুষ্ঠু তদন্ত প্রয়োজন এবং মূল দোষীদের বিচারের আওতায় আনা দরকার।
• আরও পড়ুন : বর্বরতা-নৃশংসতার ১৪ বছর
তিনি অভিযোগ করে বলেন, এখানে কি সরকারের গাফিলতি ছিল? সেনাবাহিনীর জেনারেলদের গাফিলতি ছিল? বিদেশের কোনো শক্তি জড়িত ছিল কি না? এই ধরনের অসংখ্য প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে আছে। এ প্রশ্নগুলো দূর করতে একটি সুষ্ঠু তদন্ত দরকার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসানসহ আরও অনেকে।