বগুড়ায় ডেঙ্গুতে একজনের মৃত্যু
প্রথম নিউজ, বগুড়া : বগুড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তির নাম হাফিজার রহমান (৭৫)। তিনি নন্দীগ্রাম উপজেলার কুমিড়ার বাসিন্দা। এছাড়া হাসপাতালটিতে আরও দুজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
ডা. শফিক আমিন কাজল জানান, গত বুধবার হাফিজার রহমান জ্বর অনুভব করেন। জ্বর বৃদ্ধি হলে শনিবার বগুড়া শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি হলে ডেঙ্গু শনাক্ত হয়। এরপর সোমবার দুপুর ২টার দিকে তার স্বজনরা মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করান। এই রোগীর রক্তচাপ বেড়ে গিয়েছিল। এছাড়া তার দেহে সোডিয়াম ও কিডনির সমস্যা ছিল। আজ সকালে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, হাফিজার রহমানের নাতি ঢাকা থেকে ঈদের ছুটিতে জ্বর নিয়ে নানাবাড়ি আসে। তার সংস্পর্শেই হাফিজার রহমান আক্রান্ত হয়েছেন কিনা, সে বিষয় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এছাড়া জেলায় এখন পর্যন্ত ৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।