বাগেরহাটে গৃহবধূকে ধর্ষণ মামলায় গ্রামপুলিশ গ্রেফতার
গ্রেফতার মোস্তফা শেখ ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নে গ্রামপুলিশ হিসেবে কর্মরত আছেন।
প্রথম নিউজ, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে গৃহবধূকে ধর্ষণ মামলায় এক গ্রামপুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মে) গভীর রাতে ঘনশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে মোস্তফা শেখ (৪০) নামে ওই গ্রামপুলিশকে গ্রেপ্তার করা হয়। এর আগে একইদিন রাতে নির্যাতনের শিকার ঘনশ্যামপুর গ্রামের ওই গৃহবধূ মোস্তফা শেখের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গ্রেফতার মোস্তফা শেখ ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নে গ্রামপুলিশ হিসেবে কর্মরত আছেন। তিনি ঘনশ্যামপুর গ্রামের আবু বক্কার শেখের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৬ মে) রাত ১০টার দিকে ফকিরহাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামে নিজের পালিত ছাগল খুঁজতে বাড়ির বাইরে বের হন। গৃহবধূকে একা পেয়ে গ্রামপুলিশ মোস্তফা তাকে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মোস্তফা পালিয়ে যান।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) মুহাম্মদ আলিমুজ্জামান বলনে, গৃহবধূর দায়ের করা মামলার একমাত্র আসামি গ্রামপুলিশ মোস্তফা শেখকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। সকালে গৃহবধূর শারীরিক পরীক্ষার জন্য বাগরেহাট জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews