Ad0111

 বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আরো ৪১ জেলায় বিএনপির সমাবেশের কর্মসুচি ঘোষনা 

 বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আরো ৪১ জেলায় বিএনপির সমাবেশের কর্মসুচি ঘোষনা 
বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আরো ৪১ জেলায় বিএনপির সমাবেশের কর্মসুচি ঘোষনা

প্রথম নিউজ, ঢাকা : বিএনপি চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধামন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিতসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জেলা পর্যায়ে দ্বিতীয় ধাপে আরো ৪১ জেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১২ জানুয়ারি থেকে পাঁচ দিন এই সমাবেশসমূহ হবে বিভিন্ন জেলায়। গতকাল বুধবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি গণমাধ্যমকে জানানো হয়। আগামী ৮, ১২, ১৫,১৭, ২২ ও ২৪  জানুয়ারি এই সমাবেশ হবে দলের ৪১টি সাংগঠনিক জেলায়। এগুলো হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী কুমিল্লা,রংপুর, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট, নীলফামারী, ফেনী, নওগাঁও, কুষ্টিয়া, ব্রাক্ষনবাড়ীয়া, বরগুনা, শেরপুর, বাগেরহাট, রাঙ্গামাটি, নেত্রকোনা, চাঁপাই নবাবগঞ্জ, রাজবাড়ী, নড়াইল, পিরোজপুর, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম,ময়মনসিংহ, ঝালকাঠি, মাগুরা, মাদারীপুর, বান্দরন, মৌলিভীবাজার, পঞ্চগড়, নারায়নগঞ্জ, চাঁদপুর, সাতক্ষীরা, সৈয়দপুর, শরীয়তপুর জেলা সময়।
এর মধ্যে রাজশাহী মহানগর, রংপুর মহানগর, কুমিল্লা উত্তর-দক্ষিন, বরিশাল দক্ষিন ও উত্তর, খুলনা মহানগর, সিলেট মহানগর, ময়মনসিংহ দক্ষিন ও চট্টগ্রাম উত্তর মহানগরের বাইরে সমাবেশ হবে। এসব সমাবেশে বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যরা সমন্বয় করে অংশ নেবেন। বেগম খালেদা জিয়াকে চিকিতসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে গত ২২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত জেলা পর্যায়ের প্রথম ধাপে ২৩ জেলায় সমাবেশ করে বিএনপি। ওইসব সমাবেশের মধ্যে সিরাজগঞ্জ, হবিগঞ্জসহ বিভিন্ন সমাবেশে হামলা ও গুলিবর্ষন এবং কক্সবাজার, ফেনীসহ কয়েকটিতে ১৪৪ ধারা জারি করলেও তা ভঙ্গ করে নেতা-কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করেছে। এর আগে বিএনপি গণঅনশন, জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান, সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচিও করেছে দলটি। গত ১৩ নভেম্বর থেকে  লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে রাজধানীর এভার কেয়্রা হাসপাতালের সিসিইউতে চিকিতসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news