বকেয়া বেতন-বোনাসের দাবিতে কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন-বোনাসের দাবিতে কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

প্রথম  নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুই মাসের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে কারখানার ভেতরেই বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা।

মঙ্গলবার (১৩ জুন) সকাল ৮টা থেকে উপজেলার আউখাব এলাকার রবিনটেক্স নামের পোশাক কারখানায় শ্রমিকরা এ বিক্ষোভ করেন।


মালিকপক্ষ বেতন ভাতা পরিষদের আশ্বাস দিলেও তাৎক্ষণিক বেতন ভাতা পরিশোধ না করায় শ্রমিকরা তাদের অবস্থান থেকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, উপজেলার আউখাব এলাকার রবিন ট্যাক্স লিমিটেড নামের পোশাক কারখানায় বিভিন্ন সেকশনে প্রায় ৬ থেকে ৭ হাজার শ্রমিক কাজ করেন। মালিক পক্ষ গত দুই মাস ধরে বেতন দেওয়া নিয়ে টালবাহানা শুরু করেন। এ পর্যন্ত চার দফা শ্রমিকদের কথা হয়। বেতন ভাতা পরিশোধ করে দিবে বলে আশ্বাস দিয়েও কথা রাখেননি মালিক পক্ষ।

কারখানার ফিনিসিং বিভাগের শ্রমিক আমেনা বেগম, হাসনা জরিনা, সামসুল হক, আসমা বলেন, আমরা বেতন না পেলে খাব কি, আর ঘর ভাড়া দিব কি ভাবে। বেতন না পেয়ে আমরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি।

কারখানার প্রশাসনিক জিএম আদনান বলেন, মালিকের সঙ্গে কথা হয়েছে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করে দেওয়া হবে । শ্রমিকদের বুঝানো হচ্ছে কাজে যোগ দেওয়ার জন্য।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জাগো নিউজকে বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা আজ অর্ধেক পরিমাণ বকেয়া বেতন ভাতা পরিশোধ করে দেবে। বাকিটা আগামী বৃহস্পতিবার পরিশোধ করে দিবে। শ্রমিকদের সাথে আমরা কথা বলতেছি। আশা করছি সবাই দ্রুত কাজে যোগ দিবেন।