বিকেলে আন্দোলনরত শিক্ষকনেতাদের সঙ্গে বসছেন শিক্ষামন্ত্রী
প্রথম নিউজ, ঢাকা : জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকনেতাদের সঙ্গে বসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বৈঠকে বসবেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ টিসার্চ অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়ার নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধি দল অংশ নেবেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন শিক্ষামন্ত্রী।