বিএনপির কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের হটিয়ে দিয়েছে পুলিশ
বৃহস্পতিবার বিকেলে নয়া পল্টনের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকা নেতাকর্মীদের সরাতে পুলিশ মারমুখী অবস্থান নেয়।
প্রথম নিউজ, ঢাকা: নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের হটিয়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নয়া পল্টনের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকা নেতাকর্মীদের সরাতে পুলিশ মারমুখী অবস্থান নেয়। বিকেল পাঁচটার দিকে জড়ো হওয়া নেতাকর্মীদের হটিয়ে দেয়া হয়। এর আগে দুপুরের পর থেকে নয়া পল্টনে আসতে থাকে নেতাকর্মীদের দলীয় কার্যালয়ের সামনে কোন অবস্থান করতে দেয়া হয়নি।
বিএনপি কার্যালয়ের আশেপাশে পুলিশ সাঁজোয়া যান ও জল কামান নিয়ে অবস্থান নেয়। সোহরাওয়ার্দী উদ্যান নাকি নয়াপল্টন- সমাবেশস্থল নিয়ে সরকারী অনুমতির দোলাচলে দ্বিধায় পড়ে যায় সারাদেশ থেকে আসা অসংখ্য নেতাকর্মী। বিএনপির মহাসমাবেশ ঘিরে বিভিন্ন স্থানে তল্লাশির নামে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন কয়েকজন নেতাকর্মী।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর নয়াপল্টনের বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা। কার্যালয়ের দুই পাশের রাস্তায় দুটি জলকামান ও একটি রায়ট কার দাঁড় করিয়ে রেখেছে পুলিশ। আশেপাশের এলাকায় সাদা পোশাকেও অবস্থান নেয় বিভিন্ন সংস্থার সদস্যরা । আশেপাশের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এতে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করেছে।
এদিকে সোহরাওয়ার্দী উদ্যান নাকি নয়াপল্টন- সমাবেশস্থল নিয়ে পুলিশের অনুমতির দোলাচলে দ্বিধায় পড়ে যায় সারাদেশ থেকে আসা নেতাকর্মীরা। মহাসমাবেশ ঘিরে বিভিন্ন স্থানে তল্লাশি নামে হয়রানি ও গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন অসংখ্য নেতাকর্মী।