বিএনপির এক দফা হাস্যকর: কৃষিমন্ত্রী
প্রথম নিউজ, ঢাকা : বিএনপির এক দফা দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
শনিবার (১৫ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে শহরের পৌর উদ্যানে একদিনে এক লাখ গাছ রোপণ ও বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, একটি নির্বাচিত সরকার কারও দাবিতে পদত্যাগ করে না। তাই বিএনপিসহ যেসব বিরোধী দল সরকারের পদত্যাগের দাবি করছে তা স্বপ্নই রয়ে যাবে। এটি একটি হাস্যকর বিষয়।
মন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচন যেন সুন্দর সুষ্ঠু হয়, সে পথে তারা আসবেন। তারা দাবি করবে কিভাবে নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করা যায়। যেটি নির্বাচন কমিশন করবে। নির্বাচন কমিশনকে আমরা সবাই মিলে সহযোগিতা করবো। যেন সুন্দর ও অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারি। সব কিছুই আমাদের সংবিধান অনুযায়ী হবে। সংবিধানের বাইরে কিছু করার কোনো সুযোগ নেই।
টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ মামুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসানুল বাসার, টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তি, এনজিও প্রতিনিধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।