ফের বাংলাদেশ নিয়ে উদ্বেগ এমপি রুপা হকের
ব্রিটিশ হাউস অফ কমন্সে প্যানেল ডিসকাশন
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ব্রিটিশ-বাংলাদেশি এমপি রুপা হকের আমন্ত্রণে বাংলাদেশের চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে ‘সমতা ও ন্যায়ের জন্য ছাত্র আন্দোলন’ শীর্ষক প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ হাউস অফ কমন্সের গ্র্যান্ড কমিটি হল রুমে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকে’র সার্বিক তত্ত্বাবধানে সোমবার এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুপা হক। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির সুশীল সমাজের নেতৃবৃন্দ। আলোচনায় বাংলদেশের বর্তমান পরিস্থিতির নান দিক তুলে ধরেন উপস্থিত বক্তারা। আলোচনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রুপা হক।
বাংলাদেশিদের নিয়ে ব্রিটিশ মিডিয়ার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রুপা হক। তিনি বলেন আমি বাংলদেশের ভূমিকা নিয়ে যুক্তরাজ্যের মিডিয়াগুলোতে কিছুটা চাপা বোধ করছি, তারা বাইডেনের সংবাদ , নতুল লেবার সরকারের সংবাদ বড় করে প্রচার করছে ,বাংলাদেশিদের নিয়ে তাদের সম্পর্কে যথেষ্ট মনোযোগ নেই। ''প্যানেল ডিসকাশন'' প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকে’র ডিরেক্টর সাঁচা দেশমুখ, হিউমান রাইটস ডিফেন্ডার এ কে এম জাকির হোসাইন, সাপ্তাহিক সুরমা সম্পাদক সামসুল আলম লিটন, ব্যারিস্টার টোবি ক্যাডম্যান।