ফের কুষ্টিয়ায় ট্রাক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু
তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক শ্যামা প্রসাদ রায় জানান, সকালে মোকাররম মুন্সি, তার স্ত্রী ও মেয়ে তোয়াকে নিয়ে মোটরসাইকেলযোগে পাবনা থেকে কুষ্টিয়ায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।
প্রথম নিউজ, কুষ্টিয়া : রাজধানীতে নটরডেমের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার ১৭ বছর বয়সী শিক্ষার্থীর মৃত্যুর পর বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়েন চাঁদপুরের তিন শিক্ষার্থী। এবার কুষ্টিয়ায় ট্রাক চাপায় প্রাণ হারালো তোয়া খাতুন (১১) নামে এক স্কুল ছাত্রী। আজ শুক্রবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের রানাখড়িয়া শিমুলতলা বালুঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তোয়া খাতুন পাবনা সদর উপজেলার দৌগাছি ইউনিয়নের কুড়ুনিয়া গ্রামের মোকাররম মুন্সির মেয়ে।
তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক শ্যামা প্রসাদ রায় জানান, সকালে মোকাররম মুন্সি, তার স্ত্রী ও মেয়ে তোয়াকে নিয়ে মোটরসাইকেলযোগে পাবনা থেকে কুষ্টিয়ায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। বালুঘাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে পড়ে যায় তোয়া। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: