ফার্মগেটে ধাওয়া দিয়ে ছিনতাইকারী আটক করলেন নারী
আনন্দ সিনেমা হলের কাছে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর ফার্মগেটে বোনের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় ধাওয়া দিয়ে এক ছিনতাইকারীকে আটক করেছেন এক নারী। আটককৃতকে শেরে বাংলা নগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তার সহযোগী মোবাইল ফোন নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে আনন্দ সিনেমা হলের কাছে এ ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মহসিন মিয়া দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ছিনতাইকারীকে ধাওয়া দেওয়া সুমিতা রবিদাস বলেন, 'আমার বোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী। সন্ধ্যায় কোচিং থেকে বের হয়ে সে মাকে ফোন করছিল। তখন ২ কিশোর তার ফোন ছিনিয়ে নেয়। আমি তার সঙ্গেই ছিলাম। ঘটনাটি দেখে আমি ধাওয়া দিয়ে তাদের একজনকে ধরে ফেলি,' বলেন তিনি। তখন পথচারীরা তাকে মারধর করে এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে জানান তিনি।
সুমিতা বলেন, 'তবে, ছিনতাই হওয়া ফোনে ছোট বোনের কিছু ডকুমেন্ট নথি ও ভিডিও টিউটোরিয়াল ছিল। এগুলো তার ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। উপপরিদর্শক মহসিন মিয়া জানান, ছিনতাইয়ের ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।