ফরিদপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা-সহ জিয়া পরিবারের সকালকে নিয়ে বিশেষ দোয়া করা হয়।
প্রথম নিউজ, নুরুল ইসলাম আনজু ফরিদপুর: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুরে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল বুধবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপি আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা,মহানগর বিএনপির আহবায়ক এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন,যুগ্ন-আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, আজম খান, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিনানসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা-সহ জিয়া পরিবারের সকালকে নিয়ে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওয়ালামা দলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম।
এছাড়া কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার উন্নত চিকিৎসার দাবিতে বৃহস্পতিবার সকাল ১১ টায় স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ের সম্মূখ হতে লিফলেট বিতরণ,শনিবার বেলা ১১ টায় দলীয় কার্যালয়ের সম্মূখ হতে রাজবাড়ী রাস্তায় মোড় পর্যন্ত পদযাত্রা এবং বিএনপি'র এক দফা দাবিতে শুক্রবার যুগপৎ আন্দোলনে ধারায় বিকাল সাড়ে তিনটায় দলীয় কার্যালয় সম্মূখ হতে রাজবাড়ী রাস্তায় মোড় পর্যন্ত গন মিছিল সফল করার লক্ষ্যে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।