ফরিদপুরে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৮

ফরিদপুরে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৮

প্রথম নিউজ, ফরিদপুর : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আশরাফ আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২৩ জনে। 

মৃত আশরাফ আলী মাদারীপুরের রাজৈর উপজেলার উত্তর নাগরদী এলাকার রমজান আলীর ছেলে।

ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২১৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫০৭ জন। চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ১০ জন। এর মধ্যে ২১ হাজার ৩৮০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ফরিদপুর সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। প্রায় প্রতিদিনই এখানে মৃত্যু হচ্ছে রোগীদের। মানুষকে ডেঙ্গু বিষয়ে আরও সচেতন হতে হবে।