ফুটেজ মুছে ফেলা মামলায় অভিযুক্ত হয়েছেন ট্রাম্প

বৃহস্পতিবার ফ্লোরিডার একটি গ্র্যান্ড জুরি দ্বারা হস্তান্তরিত সংশোধিত অভিযোগপত্রে ট্রাম্পের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।

ফুটেজ মুছে ফেলা মামলায় অভিযুক্ত হয়েছেন ট্রাম্প

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি নিরাপত্তা ক্যামেরার ফুটেজ মুছে ফেলতে কর্মচারীকে চাপ প্রয়োগের অভিযোগ আনা হয়েছে। নিরাপত্তা ক্যামেরাটি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগো নামের একটি অবকাশ যাপনকেন্দ্রের। বৃহস্পতিবার ফ্লোরিডার একটি গ্র্যান্ড জুরি দ্বারা হস্তান্তরিত সংশোধিত অভিযোগপত্রে ট্রাম্পের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। এদিন ফুটেজ মুছে ফেলাসহ মোট তিনটি নতুন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। 

কার্লোস ডি অলিভেরা নামে মার-এ-লাগোর এক ব্যবস্থাপকও এ মামলায় অভিযুক্ত হয়েছেন। ফুটেজ মুছে ফেলতে কী করা যেতে পারে-এই প্রশ্ন জিজ্ঞাসার অভিযোগ রয়েছে অলিভেরার বিরুদ্ধে। এছাড়া ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ওয়াল্ট নাউতার বিরুদ্ধেও বাঁধা দেওয়ার দুটি  অতিরিক্ত অভিযোগ আনা হয়েছে। নতুন আদালতের নথিতে বিচার বিভাগের তদন্তে বাঁধা দেওয়ার ক্ষেত্রে নাউতা ও অলিভিয়ার মধ্যে যোগসাজস উঠে এসেছে। 

মার-এ-লাগো রিসোর্টটি ১৯৮৫ সাল থেকে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন। এখানে সাধারণত ট্রাম্পের আমন্ত্রণে হাজারো সদস্য ও অতিথিদের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এর আগে জুন মাসের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি ও সামরিক পরিকল্পনা সংক্রান্ত গোপন নথিসহ শত শত নথির অব্যবস্থাপনার অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে।