তিন সাংবাদিককে পুলিশের হেনস্তা, উদ্বেগ জানিয়েছে সিপিজে
ঢাকার নয়াপল্টনে গতকাল বৃহস্পতিবারের এ ঘটনা তদন্তে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
প্রথম নিউজ, অনলাইন: সংবাদ সংগ্রহের সময় তিনজন সাংবাদিককে পুলিশ সদস্যদের বাধাদান, হয়রানি ও হেনস্তার ঘটনায় উদ্বেগ জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। ঢাকার নয়াপল্টনে গতকাল বৃহস্পতিবারের এ ঘটনা তদন্তে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আজ শুক্রবার সিপিজে এশিয়ার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘গতকাল বৃহস্পতিবার (ঢাকার নয়াপল্টনে) বিএনপি কার্যালয়ের বাইরে অন্তত তিন সাংবাদিককে হয়রানি ও কাজে বাধাদানের ঘটনা ঘটে। এই ঘটনা তদন্তে কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছে সিপিজে।’
সিপিজের টুইটার পোস্টে বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম) নামের একটি সংগঠনের বিবৃতির অনুলিপি সংযুক্ত করা হয়েছে। বিজেআইএম হলো আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিকদের একটি সংগঠন।
বিজেআইএমের বিবৃতিতে বলা হয়েছে, বিএনপির মহাসমাবেশের এক দিন আগে বৃহস্পতিবার খবর সংগ্রহ করতে গিয়ে নয়াপল্টনে দলটির কার্যালয়ের বাইরে পুলিশ সদস্যদের দ্বারা কাজে বাধাদান, হয়রানি ও হেনস্তার শিকার হন তিন সাংবাদিক। পুলিশের আচরণে বিজেআইএম উদ্বিগ্ন।