পয়েন্ট ভাগাভাগির মাদ্রিদ ডার্বিতেও পেনাল্টি বিতর্ক
![পয়েন্ট ভাগাভাগির মাদ্রিদ ডার্বিতেও পেনাল্টি বিতর্ক](https://prothom.news/uploads/images/2025/02/image_750x_67a8337142304.jpg)
প্রথম নিউজ, ডেস্ক : ড্র’য়ে শেষ হয়েছে মাদ্রিদ ডার্বি। সান্তিয়াগো বার্নাব্যুতে দাপুটে খেলেও আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১ সমতায় ম্যাচ শেষ করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে।
সান্তিয়াগো বার্নাব্যুয়ে ৩৫ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে আতলেতিকো এগিয়ে যাওয়ার পর ৫০ মিনিটে এমবাপ্পের গোলেই ম্যাচে সমতা আনে রিয়াল।
লা লিগার শীর্ষে থাকার লড়াইয়ে ৩৫ মিনিটে এক বিতর্কিত পেনাল্টি থেকে এগিয়ে যায় দিয়েগো সিমিওনের দল।
আর পেনাল্টিটা এসেছে অঁরেলিয়েন চুয়োমেনির ফাউল থেকে। রিয়ালের ফরাসি ডিফেন্ডার বক্সে আতলেতিকোর স্যামুয়েল লিনোকে ফাউল করেন। তবে টিভি রিপ্লেতে দেখা যায়, চুয়োমেনি যখন লিনোর পায়ে আঘাত করেন, তার আগেই বল বেরিয়ে যায় দুজনের মাঝ দিয়ে।
তবে রেফারি ভিডিও সহায়ক রেফারি (ভিএআর) মনিটরে পর্যালোচনা করার পর পেনাল্টি দেন, কারণ চুয়োমেনি সামুয়েল লিনোকে ফাউল করেছিলেন বলে ধরা হয়।
আর এই পেনাল্টি থেকে গোল করে আতলেতিকোকে এগিয়ে নেন হুলিয়ান আলভারেজ।
ম্যাচ শেষে এ নিয়ে বিরক্তিও প্রকাশ করেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি, ‘আমি রেফারি নিয়ে কথা বলতে চাই না। পেনাল্টি দিয়েছিল ভিএআর। রেফারি খুব কাছ থেকেই ঘটনা দেখেছিল।
আমি এ রকম আরেকটা পেনাল্টি দেখলাম অ্যাথলেটিক-জিরোনা ম্যাচে। (আসলে) ফুটবলের মানুষজন এ সব বুঝে না। আমি এখন বিতর্কের মধ্যে যেতে চাই না, যেটা এর মধ্যেই অনেক বড় হয়ে গেছে।’
রদ্রিগোর বাড়ানো বল পেয়ে জুড বেলিংহাম শট নেন গোল পোস্টে। তবে আতলেতিকো রক্ষণে প্রতিহত হয় বল। ফিরতি বল বক্সের মাঝামাঝি পেয়ে জালে জড়ান এমবাপ্পে। শেষ পর্যন্ত এই সমতায় শেষ হয়েছে ম্যাচ।
লা লিগায় ২৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫০, সমান ম্যাচে আতলেতিকোর ৪৯। আর এক ম্যাচ কম খেলে বার্সেলোনার সংগ্রহ ৪৫। রিয়ালের পরের ম্যাচ চ্যাম্পিয়নস লিগের নকআউট প্লে-অফের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।