পুলিশে ৭০০ কর্মকর্তার পদোন্নতির প্রস্তাব

ইতিমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে একটি প্রস্তাবনা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এ নিয়ে একাধিকবার বৈঠকও হয়েছে।

পুলিশে ৭০০ কর্মকর্তার পদোন্নতির প্রস্তাব

প্রথম নিউজ, অনলাইন: সাতশ’ কর্মকর্তার পদোন্নতি দিতে চাইছে পুলিশ সদর দপ্তর। ইতিমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে একটি প্রস্তাবনা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এ নিয়ে একাধিকবার বৈঠকও হয়েছে। বিষয়টিতে কারিগরি মতামত নেয়া ও বাস্তবায়ন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ একটি কমিটি করেছে। দ্রুতই এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে। 

এ ছাড়াও আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব রদবদল প্রক্রিয়াও চলছে। ইতিমধ্যে ৭ জন ডিআইজিসহ ২২ জন পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। শিগগিরই আরও ১৫ জেলায় এসপিরা রদবদল হতে পারে। গত ১১ই জুন পদোন্নতি দেয়া হয়েছে আরও ৮ জন ডিআইজি’র। নির্বাচনের বাকি আছে আর মাত্র ৬ মাস। যাদের জেলায় পদায়ন করা হয়েছে ৪ ব্যাকগ্রাউন্ড দেখে তাদের জেলার এসপি পদে পদায়ন করা হচ্ছে। অভ্যন্তরীণ পর্যবেক্ষণ এবং ৪টি সরকারি সংস্থার রিপোর্টের প্রেক্ষিতে তাদের নিয়োগ দেয়া হয়েছে। 

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি)  জানান, ‘পদোন্নতির বিষয়টি পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো হয়েছে। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিটিং হয়েছে। আর রদবদলের বিষয়টি নিয়মিত ও চলমান বিষয়।’

পুলিশ সদর দপ্তরের প্রশাসন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান,  দেশের জনসংখ্যা ও অপরাধের নানা ধরন বাড়লেও সে হারে পুলিশ সদস্য বাড়েনি। এ ছাড়াও পুলিশকে নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। পুলিশে বেশি পদ না থাকার কারণে  অনেক যোগ্য  কর্মকর্তারা পদোন্নতি পাচ্ছেন না।