পুলিশ হেফাজতে মারা গেলেন কানাডায় ছুরি হামলার আরেক সন্দেহভাজন

কানাডায় হামলা চালিয়ে ১০ জনকে হত্যা এবং ১৯ জনকে আহত করার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ

পুলিশ হেফাজতে মারা গেলেন কানাডায় ছুরি হামলার আরেক সন্দেহভাজন
পুলিশ হেফাজতে মারা গেলেন কানাডায় ছুরি হামলার আরেক সন্দেহভাজন-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : কানাডায় হামলা চালিয়ে ১০ জনকে হত্যা এবং ১৯ জনকে আহত করার ঘটনায় দ্বিতীয় সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তিনি পুলিশ হেফাজতে মারা গেছেন।

বুধবার সন্দেহজনক ভেবে তাকে তাড়া করে গ্রেফতার করে পুলিশ। তবে তিনি পুলিশ হেফাজতে মারা গেছেন। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, সাসকাটচেওয়ান প্রদেশে তাড়া করে মাইলস স্যান্ডারসনকে (৩২) গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার ‘শারীরিক সমস্যা’ দেখা দেয়। পরে মারা যান মাইলস।

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তারা। এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, নিজের করা আঘাতে মারা গেছেন মাইলস।

ভয়াবহ ওই ছুরি হামলার ঘটনায় এখনো ১০ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

দুই ভাই মাইলস ও ড্যামিয়েন স্যান্ডারসন (৩১) কেন ওই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। তারা দুজন মিলে রোববার ১৩টি স্থানে ছুরি দিয়ে হামলা চালায়। মাইলসের আগে ড্যামিয়েনও মারা যান।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom