পুলিশ ঢুকেছে বিএনপি কার্যালয়ে

পুলিশ ঢুকেছে বিএনপি কার্যালয়ে
পুলিশ ঢুকেছে বিএনপি কার্যালয়ে

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ১ জন নিহতের পর দলটির কার্যালয়ের ভেতর প্রবেশ করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানান, পুলিশের একটি দল বিএনপি কার্যালয়ে প্রবেশ করে তল্লাশি চালাচ্ছে। বিএনপি কার্যালয়ের সামনের রাস্তাসহ পল্টন এলাকায় বর্তমানে হাজারেরও বেশি পুলিশ সদস্য অবস্থান করছেন। তারা টিয়ারশেল ছুড়ে বিভিন্ন অলিগলিতে অবস্থানরত বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালাচ্ছেন। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে একজনকে আটক করতে দেখা গেছে পুলিশকে। সেসময় ওই ব্যক্তি দাবি করেন যে, তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান। যদিও পুলিশ বলছে, তিনি বিএনপি সমর্থক, সংঘর্ষে জড়িত ছিলেন। তাই তাকে আটক করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom