প্রথম নিউজ, অনলাইন: ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে দোয়া, কবর জিয়ারত ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি পালিত হচ্ছে। শুক্রবার (২ আগস্ট) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মোনাজাত ও মন্দির, গির্জাসহ সব প্রার্থনালয়ে প্রার্থনার পর নিহতদের কবর জিয়ারত ও ছাত্র-জনতার গণমিছিলের এ কর্মসূচি শুরু হয়।
এর অংশ হিসেবে দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন শিক্ষার্থী-অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তার আগে শিক্ষার্থীদের একটি মিছিল বায়তুল মোকাররম থেকে শাহবাগের দিকে যায়। পরে সেখান থেকে ফেরার পথে প্রেস ক্লাবের সামনে ঢাবি ও সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তারা।
এদিকে, প্রেস ক্লাবের সামনে অবস্থানকালে সড়কের পাশে রাখা পুলিশের একটি এপিসির (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) ওপর উঠে প্রতিবাদী স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রেস ক্লাব মোড়ে এ ঘটনা ঘটে।
ওই সময় কয়েকজন শিক্ষার্থীদের পুলিশের এপিসির ওপর উঠে লাল রং দিয়ে এপিসির সামনের কাঁচ ছাড়াও সাঁজোয়া যানটির বডিতে ‘ভুয়া’ লিখতে দেখা যায়। একই সময় এপিসির ওপরের দিকে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগোও লাল রং দিয়ে ঢেকে দেয়া হয়। সেই সঙ্গে শিক্ষার্থীরা এ সময় নানা স্লোগানও দেন। তবে ওই সময় পাশেই দাঁড়িয়ে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নীরব ভূমিকায় দেখা গেছে।
উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর সায়েন্স ল্যাব, রামপুরা, ইসিবি, উত্তরা ও কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় সমাবেশ, গণমিছিল ও মানববন্ধন পালিত হচ্ছে। এতে অবিলম্বে দায়ীদের শাস্তির আওতায় আনার দাবিও জানাচ্ছেন অংশগ্রহণকারীরা। সেই সঙ্গে যেসব নিরপরাধ শিক্ষার্থীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে তা বন্ধেরও জোর দাবি জানাচ্ছেন তারা।