প্রমোশনের দাবিতে আবারও নীলক্ষেতে অবরোধ

অবরোধের কারণে এই সড়কে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন ঘর থেকে বের হওয়া মানুষ।

প্রমোশনের দাবিতে আবারও নীলক্ষেতে অবরোধ

প্রথম নিউজ, ঢাকা: প্রমোশনসহ ৩ দফা দাবিতে আবারও নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে সাত কলেজের দর্শন বিভাগের ২০১৯-২০, ২০১৮-১৯ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করেন। অবরোধের কারণে এই সড়কে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন ঘর থেকে বের হওয়া মানুষ।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা যেকোনো মূল্যে প্রমোশন চাই। করোনার কারণে সারা দেশের বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস হয়েছে। এমনকি অনলাইনেই পরীক্ষা হয়েছে। কিন্তু সাত কলেজের অনলাইনে ক্লাস নিয়ে পরীক্ষা হয়েছে অফলাইনে। এ সময় অসংখ্য শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছিলেন।

এমন অসুস্থ পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তাই মানবিক দিক বিবেচনা করে ১ম, ২য়, ৩য় বর্ষের সব বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে প্রমোশনের দাবি জানান তারা।

এ সময় শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন। সেগুলো হচ্ছে-

১। করোনা সংক্রমণের কারণে ২০১৭-১৮, ১৮-১৯, ১৯-২০ সেশনের সব বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোশন দিয়ে পরবর্তী বর্ষে পরীক্ষার সুযোগ দিতে হবে।

২। দর্শন বিভাগের প্রশ্নের মান বণ্টন পরিবর্তন করতে হবে।

৩। গণহারে ফেল করার কারণ ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এর স্থায়ী সমাধান করতে
হবে।

সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, করোনার আগে সাত কলেজের অনার্সের পরীক্ষা হত ৮০ নম্বরের এবং সময় বরাদ্দ ছিল ৪ ঘণ্টা। কিন্তু এ বছর করোনার অজুহাতে ৮০ নম্বরের পরীক্ষা ৪ ঘণ্টা না হয়ে ২ ঘণ্টায় অনুষ্ঠিত হয়। এ কারণে শিক্ষার্থীরা প্রশ্নের জন্য দেওয়া বরাদ্দ সময়ের সাথে নম্বরের সামঞ্জস্যতা করতে পারেনি। তাই অধিকাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।

ইকবাল নামের আরেক শিক্ষার্থী বলেন, করোনাকালীন বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নিয়েছে। প্রশ্নের সাথে সময়েরও সমন্বয় করা হয়। সেক্ষেত্রে আমরা এটাকে এক ধরনের বৈষম্যও বলতে পারি। করোনা কারণে আমরা এক বর্ষে ২ বছর অতিক্রম করে ফেলেছি। যেখানে ৪ বছরে অনার্স শেষ হওয়ার কথা ছিল। এখন, নতুন পরীক্ষা পদ্ধতির কারণে যদি শিক্ষার্থীদের আরও ১টি বছর চলে যায়, তবে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হব।

আন্দোলনের সমন্বয়ক বাংলা কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগর নেওয়াজ বলেন, দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে এখানেই আমরণ অনশন করব। তবু আমাদের দাবি মেনে নিতে হবে।

উল্লেখ্য, এর আগেও শিক্ষার্থীরা একই দাবিতে গত ১৩ মার্চ দুপুর আড়াইটায় ঢাকা কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন ও ১৮ মার্চ নীলক্ষেত অবরোধ করেছিলেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom