প্রেমের জেরে বেল্ট দিয়ে ফাঁস নিলেন যুবক
মানিকগঞ্জের সিংগাইরে প্রেমের জেরে গলায় বেল্ট জড়িয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে হেমন্ত মল্লিক সুমন নামে এক যুবকের
প্রথম নিউজ, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইরে প্রেমের জেরে গলায় বেল্ট জড়িয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে হেমন্ত মল্লিক সুমন নামে এক যুবকের।
শনিবার ভোররাতে উপজেলার ঘোনাপাড়া মহল্লার শহিদুল ইসলামের বাড়ি থেকে তারা লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শহিদুল ইসলামের ছেলে হেমন্ত মল্লিক সুমন মোবাইল ফোনে প্রেমিকার সঙ্গে পরিবারের অজান্তে কথা বলত। প্রেমসংক্রান্ত ঘটনা নিয়ে শনিবার ভোররাতে নিজ ঘরের প্যান্টের বেল্ট পেঁচিয়ে আড়ার সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজন টের পেয়ে দরজা ভেঙে সুমনকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মিজানুর ইসলাম যুগান্তরকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।