Ad0111

প্রধানমন্ত্রী চাইলেও বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে পারবেন না : কাদের মির্জা

তিনি বলেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ দেওয়া অসম্ভব।

প্রধানমন্ত্রী চাইলেও বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে পারবেন না : কাদের মির্জা
ফাইল ফটো

প্রথম নিউজ, নোয়াখালী: নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ দেওয়া অসম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলেও বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে পারবেন না। আজ শুক্রবার  বেলা ১১টায় বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে অটোরিকশা চালক বলরাম মজুমদারের হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, ‘বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ছিল। কিন্তু এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম করে সেটাকে ধ্বংস করে দিয়েছে। বিভিন্ন সময়ে সংবিধান সংশোধনীর মাধ্যমে যে ধারায় বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সে ধারা থেকে বিচ্যুতি ঘটানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার দাবি করতে পারি। একজনতো (মুরাদ হাসান) দাবি করে ধরা খাইছেন। আমরা সবাই মিলে দাবি করলেও শেখ হাসিনা বাহাত্তরের সংবিধানে ফিরতে পারবেন না। কারণ ভারতও বাবরি মসজিদের মামলায় অস্প্রদায়িক রায় দিতে পারেনি, এখানেও সম্ভব নয়। কাদের মির্জা নিরীহ বলরাম হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। এ হত্যার সঙ্গে পুলিশের সম্পৃক্ততার অভিযোগও তুলেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, কয়েকদিন আগে আরেকজন পুলিশ সদস্য অটোরিকশা চুরি করতে গিয়ে ধরা খেয়েছে। এখানেও পুলিশ জড়িত থাকতে পারে।

এ জন্য তিনি পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব না দিয়ে ডিজিএফআই, এনএসআইকে দিয়ে মামলাটি তদন্তের দাবি জানান। এ সময় মানববন্ধনে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা বাবু অরবিন্দ ভৌমিকসহ সহস্রাধিক হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। এর আগে ৩১ জানুয়ারি (সোমবার) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বকসি ব্যাপারী বাড়ির সামনের ধানক্ষেত থেকে মিশুক (ব্যাটারি চালিত অটোরিকশা) চালক বলরামের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

This site uses cookies. By continuing to browse the site you are agreeing to our use of cookies & privacy Policy from www.prothom.news